দিঘার কাছেই মালদ্বীপের মজা! ছুটিতে এই হিডেন বিচে গেলে গোয়াও ভুলে যাবেন

বাঙালির ভ্রমণের (Travel) কথা বলতে গেলে শুরুতেই যে জায়গাগুলো আসে সেগুলো হল দিঘা (Digha), পুরী আর দার্জিলিং। কাজের থেকে ফাঁক পেলেই সমুদ্র বা পাহাড়ের কোলে ছোটে সকলে। তবে আজ এমন এক অফবিট বিচের (Offbeat Destination) খোঁজ দেব নেতা দিঘার কাছেই, অথচ সৌন্দর্য হার মানাতে পারে গোয়া কিংবা মালদ্বীপকেও।

উইকেন্ড হলেই ট্রেন, বাস কিংবা নিজস্ব গাড়িতে করেই দিঘার ওঠে রওনা দেয় অনেকেই। সস্তায় এর থেকে ভালো ডেস্টিনেশন খুব কমই রয়েছে। সেই কারণেই তো গরম, বর্ষা কিংবা শীতকাল সর্বদাই জমজমাট দিঘা, সে ওল্ড দিঘা হোক বা নিউ দিঘা। কিন্তু আপনি যদি চান একটু ফাঁকায় ফাঁকায় গোবর মত ভ্রমণের মজা নিতে? তাহলে আজকের প্রতিবেদন আপনারই জন্য।

ওল্ড দিঘা হোক বা নিউ দিঘা জমজমাট ভিড় থাকে সর্বদাই। কিন্তু আপনি যদি চান সমুদ্রের সাথে পরিষ্কার একটি সমুদ্র সৈকত যেখানে নিশ্চিন্তে অনেকটা হেঁটে যাওয়া যায়। তাহলে দিঘাতেই এক অজানা বিচের সন্ধান দেব আপনাদের। যেখানে সূর্যোদয় থেকে এসূর্যাস্ত দেখতে যেমন ভালো লাগবে তেমনি ভালো লাগবে বসে প্রিয়জনদের সাথে সময় কাটাতে। ভাবছেন কি নাম এই বিচের? উত্তর হল ওসিয়ানা বিচ (Oceana Beach)।

ওসিয়ানা বিচ যে একেবারে অচেনা তা নয়, তবে আজও অনেকেই দিঘার এই হিডেন জেম সম্পর্কে জানেন না। নিউ দিঘা আর উদয় পুরের মাঝেই রয়েছে ওসিয়ানা গেস্ট হাউস, যার সাথেই রয়েছে প্রাইভেট বিচ। বসার জায়গা, সুন্দর গা থেকে বাচ্চাদের খেলার জায়গা সবই রয়েছে এখানে। প্রিয়জন হোক বা ফ্যামিলি এখানে গিয়ে একটু অন্য রকম দিঘা দেখতে পাবেন এটুকু গ্যারেন্টি!

প্রসঙ্গত, দিঘাকে পর্যটকদের জন্য আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। মেরিন ড্রাইভ, পার্ক থেকে শুরু করে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। মন্দিরটি তৈরী হয়ে গেলে নিশ্চিতভাবে পর্যটকদের সংখ্যা হু হু করে বাড়বে।

Latest articles

Related articles

spot_img