কিছুদিন আগের থেকেই শোনা যাচ্ছিল, জি বাংলায় আসছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক । যে ধারাবাহিকের নায়ক হিসেবে অভিনয় করার কথা ছিল অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হানি বাফনার । তবে এখন খবর পাওয়া যাচ্ছে, নতুন ধারাবাহিকের নায়ক থেকে বাদ দেওয়া হচ্ছে অভিনেতা হানি বাফনাকে |
টেলিভিশনের নতুন ধারাবাহিক শুরুর ঘনঘটা। বেশ কিছু ধারাবাহিকের মাধ্যমে যেমন পুরনো অভিনেতারা কামব্যাক করছেন, ঠিক তেমনই নবাগতা শিল্পীরাও পরিচিত হচ্ছেন টেলিপর্দায়। বর্তমানে বিভিন্ন চ্যানেলগুলির মধ্যে যে হারে প্রতিযোগিতা বেড়েছে, এখানে টিকে থাকার হাতিয়ার হিসেবে নিত্য নতুন ধারাবাহিক শুরু করাকে উপযুক্ত বলে মনে করছেন বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ। যার ফল মিলছে হাতেনাতে।
স্টার জলসায় শুরু হওয়া নতুন ধারাবাহিক বঁধুয়া এবং রোশনাই দর্শকমহলের ভালোবাসা পাচ্ছে। অন্যদিকে জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক ‘অষ্টমী’ আরম্ভ হওয়ার প্রথম সপ্তাহ থেকেই ভালো রেজাল্ট করছে। টিআরপি তালিকাতে ‘অষ্টমী’ আগের বহু ধারাবাহিককে টপকে এগিয়ে গেছে। ফলে চ্যানেলের মাস্টারপ্ল্যান কাজে এসেছে বলে বিশেষজ্ঞ মহলের বক্তব্য।
তবে সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছিল, বাংলা টকিজ প্রোডাকশন হাউস নতুন ধারাবাহিক আনছে জি বাংলার পর্দায়। যে ধারাবাহিকের প্রধান রোলে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা হানি বাফনা এবং একজন নবাগতা অভিনেত্রী। এমনকি ধারাবাহিকের প্রোমো শ্যুট পর্যন্ত হয়ে গিয়েছিল। যদিও শেষ মুহূর্তের সিদ্ধান্তে নবাগত অভিনেত্রীকে বাদ দেওয়ার পর এবার নায়কের চরিত্র থেকে বাদ পড়লেন হানি বাফনা
এর আগেই খবর মিলেছে, বাংলা টকিজের নতুন ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতি। যিনি আগে অভিনয় করতেন ‘গৌরী এলো’ ধারাবাহিকে। তবে নায়ক বাদ যাওয়ায় মোহনার বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেষমেষ নায়কের চরিত্রে কাকে আনা হয় সেই ক্লাইম্যাক্স জানার অপেক্ষায় রয়েছেন সবাই।