বাংলা বিনোদন জগতে এখন নতুন নতুন সব ধারাবাহিকের (Bengali Serial) সম্ভার। বিনোদনের অন্যতম চ্যানেল স্টার জলসার (Star jalsha) থেকে জি বাংলা (Zee Bangla) সবেতেই আসতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক। কিছু কিছু ধারাবাহিকের প্রথম ঝলকও সামনে এসেছে দর্শকদের । এখন কেবল সম্প্রচার হওয়ার অপেক্ষা।
প্রত্যেকটি ধারাবাহিককে জায়গা করে দিতে শেষ হয়ে যাচ্ছে প্রধান চ্যানেলের বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বর্তমানে টিআরপি জিনিসটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে, কোন ধারাবাহিকের টিআরপি কম থাকলেই সেই ধারাবাহিকটিকে আগামী দিনে সম্প্রচার করার ইচ্ছে হারিয়ে ফেলে চানেল কর্তৃপক্ষ। এরপর যত তাড়াতাড়ি সম্ভব সেই ধারাবাহিকটিকে শেষ করার ব্যবস্থা করেন তারা। আর সেই জায়গায় আসে নতুন নতুন সব মেগা।
আবারো ঠিক এমনটাই হতে চলেছে। নতুন দুই ধারাবাহিকের আগমনে শেষ হচ্ছে ২ জনপ্রিয় ধারাবাহিক। ইতিমধ্যেই দর্শকদের জানানো হয়েছে, বাংলা বিনোদন জগতের দুই প্রধান চ্যানেল স্টার জলসা এবং জি বাংলায় আসতে চলেছে দুটি জনপ্রিয় প্রোডাকশন হাউসের হাই বাজেটের ধারাবাহিক। সেই দুই ধারাবাহিক কোপ ফেলতে চলেছে কোন দুই মেগার ঘাড়ে সেটাই জানানো হবে আজকের এই প্রতিবেদনে।
কিছুদিন আগেই জলসার পর্দায় প্রকাশ পেয়েছে আসন্ন মেগা উড়ান (Uraan) এর প্রোমো ভিডিও। এই ধারাবাহিকটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস প্রোডাকশন হাউজ। যতদূর জানা যাচ্ছে এই মেগা জলসার আরেক জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটির জায়গা নিতে চলেছে। কারণ এই ধারাবাহিকটি টিআরপিতে একেবারে তলানিতে তলিয়ে গিয়েছে। তাই এই ধারাবাহিকটির সম্ভাবনা সব থেকে বেশি।
অন্যদিকে জি বাংলায় আসতে চলেছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি। জানা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ পাবে এই ধারাবাহিকের প্রথম ঝলক। এই ধারাবাহিক থেকে জায়গা করে দিতে শেষ হয়ে যাচ্ছে এই একই প্রোডাকশন হাউজের আরো একটি মেগা মন দিতে চাই। এই মুহূর্তে এই ধারাবাহিক টিআরপিও খুব একটা ভালো অবস্থাই নেই।