ভুলভাল গল্প দেখিয়েও TRP টপার ‘নিম ফুলের মধু’! তালিকাটা দেখলে তাজ্জব হবেন

চলে এসেছে এই সপ্তাহের বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট। আর এই সপ্তাহেও টিআরপি তালিকায় বড়সড়ো চমক রয়েছে। এই টিআরপি তালিকায় নিজের পছন্দের সিরিয়াল কত নম্বর পেল এবং কত নম্বরে জায়গা করে নিল তা জানার জন্য অপেক্ষা করে বসে থাকেন দর্শকেরা। অবশেষে দর্শকদের সেই প্রতীক্ষার অবসান।

এই সপ্তাহের টিআরপি তালিকা দেখলে রীতিমত চমকে যাবেন আপনি। জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকের প্রমো নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলিং চলেছে। তবে এই ট্রোলিং দিয়ে বাজিমাত করেছে এই ধারাবাহিক। পর্নার স্মৃতি হারানোর গল্প ভালো লেগেছে দর্শকদের তাই টিআরপি তালিকায় বেঙ্গল টপার হয়েছে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৩।

এরপরে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’। যদিও নিম ফুলের মধুর থেকে ফুলকির নম্বর অনেক কম। এরপরে তৃতীয় স্থানে যৌথভাবে জায়গা নিয়েছে স্টার জলসার ‘কথা’ এবং ‘গীতা এলএলবি’। চতুর্থ স্থানে জায়গা করেছে ‘কোন গোপনে মন ভেসেছে’। এই সপ্তাহেও প্রথম স্থানে জায়গা রয়েছে এক সময়ে বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’র।

অন্যদিকে সূর্য বাড়ি ফিরতেই আবার ‘অনুরাগের ছোঁয়া’র টিআরপি বাড়ছে। এই মুহূর্তে এই সিরিয়ালের জায়গা হয়েছে ৬ নম্বরে। অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর ৫.৫। এরপর ৭ নাম্বারে জায়গা হয়েছে ‘বধুয়া’র। এই সিরিয়াল নম্বর পেয়েছে ৫.৪। চলতি সপ্তাহের সেরা ১০-এর তালিকা থেকে বাদ গিয়েছে ‘কার কাছে কই মনের কথা’,

যদিও সিরিয়ালের প্রাপ্ত নম্বর অনেক কম। মাত্র ৪.০ নম্বর পেয়েছে পরাগ এবং শিমুলের কাহিনী। এই মুহূর্তে তাদের দাম্পত্যের কাহিনী মন জয় করতে পারছে না দর্শকদের। চলুন তাহলে এই সপ্তাহের সেরা দশে কোন কোন ধারাবাহিক রয়েছে সেই তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।

রইল টিআরপি-র সেরা ১০ তালিকা:

প্রথম: নিম ফুলের মধু (৭.৩)

দ্বিতীয়: ফুলকি (৬.৮)

তৃতীয়: কথা/ গীতা এলএলবি (৬.৬)

চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে (৬.৩)

পঞ্চম: জগদ্ধাত্রী (৬.১)

ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া (৫.৫)

সপ্তম: বঁধূয়া (৫.৪)

অষ্টম: জল থই থই ভালোবাসা (৫.১)

নবম: রোশনাই (৪.৫)

দশম: আলোর কোলে/ মিঠিঝোরা (৪.৩)

Latest articles

Related articles

spot_img