ছেলে কলকাতায় এলে আমরাও এক সাথে শুই,”মা ছেলের ফুলশয্যার খাটে ঘুমানো নিয়ে ” বিতর্কে বিস্ফোরক মানালির পর্দার শাশুড়ি

জি বাংলায় সদ্য শুরু হওয়া সিরিয়াল “কার কাছে কই মনের কথা “সিরিয়ালে একটি দেখানো দৃশ্য নিয়ে বিতর্ক আর থামছে না । ফুলসজ্জ্যার রাতে ছেলের মা শরীর খারাপের ভান করে ছেলের ও বৌমার জন্য সাজানো খাতে গিয়ে শুয়ে পরে ।এই বিষয়টি সমাজমাধমে বিষয় হয়ে উঠেছে । রাতে গিয়ে ছেলের ফুলশয্যার খাটে শুয়ে থাকা মেনে নিতে পারছেন না অনেকেই । শেষমেশ মুখ খুললেন মানালির অনস্ক্রিনে থাকা শাশুড়ি রিতা দত্ত চক্রবর্তী ।

২০২৩ দাঁড়িয়ে সিরিয়ালে এমন সব দৃশ্য দেখানো হচ্ছে তা দেখে অনেকেই চোটে যাচ্ছেন । এক নেটিজেন কমেন্ট করেছেন ,”এসব নোংরামি বন্ধ করা উচিত “। এই সম্পর্কে মানালির সাথে ফোন কথা বলতে চাইলে কথা হয় না এক নামি সংবাদ মাধমের । কিন্তু এবিষয়ে রিতা দত্ত মুখ খুললেন ,বলেন -“সমাজ মাধ্যমে কি লেখা হচ্ছে সেটা আমি জানি না । কারণ আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি । সিরিয়ালে যেটা দেখানো হয়েছে হয়তো তার সাথে বাস্তবে কোনো মিল নেয় ,তবে লেখক কিছু একটা ভেবেই এমন দৃশ্য লিখেছেন ।

রিতা সাক্ষাৎকারে বলেন “যারা ছেলের সঙ্গে মায়ের ফুলশয্যার মতো কটূক্তি করছেন তাদের চিন্তা ভাবনা কতটা নিচ আমার সেটা ভেবেই অবাক লাগছে । আমার ছেলেও বাইরে থেকে আসলে আমরা একসঙ্ঘে শুই । মা ছেলের মধুর সম্পর্ককে বিষাক্ত করে তুলবেন না ।

Latest articles

Related articles

spot_img